পূর্ব বর্ধমান জেলার অন্যতম বড় পুজো বুড়ির মধ্যে শহর বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারি দুর্গা পুজো অন্যতম। বৃহস্পতিবার আলমগঞ্জ বারোয়ারি দূর্গা পুজো কমিটির সদস্য পলাশ বাবু জানিয়েছেন এ বছর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন ভারতবর্ষের নামকরা কিছু গুণী শিল্পীগণ। এ বছর তাদের থিম ভাবনা রয়েছে মায়াজাল থিম শিল্পী গৌরাঙ্গ কুইলা জানিয়েছেন মন্ডপের আলাদা আকর্ষণ থাকবে। সাধারণত মানুষের ব্যবহৃত কিছু ধরনের ফিতে দিয়ে যে একটা মণ্ডপ নির্মিত হতে পারে সেটা দেখবে