প্রয়াত সাংবাদিক মুকুল কান্তি চাকমার পরিবারের পাশে দাঁড়ালো সাংবাদিকদের বৃহত্তম সংগঠন জালালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা। সম্প্রতি জন্ডিস ও ডায়াবেটিসজনিত রোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে প্রয়াত হয়েছেন ধলাই জেলার ছৈলেংটা এলাকার বিশিষ্ট সাংবাদিক তথা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সক্রিয় সদস্য মুকুল কান্তি চাকমা। তাঁর অকাল প্রয়ানে গোটা সাংবাদিক মহল শোকাহত ও মর্মাহত হয়ে পড়েছে।