Canning 2, South Twenty Four Parganas | Jul 31, 2025
বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগদ জিবনতলার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে নওশাদ সিদ্দিকীর করা মন্তব্যে পাল্টা বিস্ফোরক মন্তব্য করলেন এর শওকত মোল্লা। আব্বাস সিদ্দিকী কে পরমাণু বোমার সঙ্গে তুলনা করায়,শওকাত মোল্লা বলেন ওই পরমাণু বোমাটা ক্যানিং পূর্বে ফেলতে বলো ১০ লক্ষ ভোটে হারাবো তাও আবার সবথেকে নিচুস্তরের কর্মী দাঁড় করিয়ে, সরাসরি শোনাব।