আজ ৭ সেপ্টেম্বর রবিবার মুরারই এক নম্বর ব্লকের ভাটারা গ্রামে অনুষ্ঠিত হলো সারা ভারত কৃষক সভা (AIkS) - এর ১৭ তম ব্লক সম্মেলন। এদিন রবিবার সকাল ১১ টা থেকে শুরু হয়। এই গুরুত্বপূর্ণ সভায় কৃষকদের ন্যায্য অধিকার, ফসলের সঠিক মূল্য, কৃষি ঋণ মুকুব এবং কৃষি সংকট নিরসন নিয়ে আলোচনা করা হয়। বক্তব্য রাখেন কৃষক নেতা বিনয় রবিদাস মন্ডল, তিনি জানান, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই সম্মেলনের মধ্যে দিয়ে আগামী দিনে কৃষক আন্দোলনকে আরো জোরদার করার ডাক দেওয়া হয়েছে।