আজ আনুমানিক ১১:০৭ মিনিটে বাঁকুড়া রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে ১২৮৮৩ সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেসে চলন্তা অবস্থায় ওঠার চেষ্টা করে বছর বাষট্টির শ্রাবনী সিনহা এক মহিলা। কিন্তু সফল হতে পারেন নি। আরপিএফ পোস্ট বাঁকুড়ার ASI মনীশ কুমার এবং LC জি. বিশ্বাস লক্ষ্য করেন যে উপরোক্ত মহিলাটি চলমান ট্রেনে ওঠার চেষ্টা করছেন। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হন এবং চলমান ট্রেন এবং প্ল্যাটফর্মের ফাঁকের মাঝখানে পড়ে যান। পরিস্থিতি দেখে উপরোক্ত কর্মকর্তা