Bhangar 1, South Twenty Four Parganas | Sep 3, 2025
ভাঙ্গড় ১ নম্বর ব্লকের মরিচা এলাকায় বুধবার বিকাল তিনটে নাগাদ আইএসএফের বিরুদ্ধে ঝাঁটা হাতে বিক্ষোভ মিছিল করলেন তৃণমূল নেতা ও মহিলা সমর্থকরা। মূলত ওই এলাকার তৃণমূল নেতা আজিবর মোল্লা ওরফে মস্তান মোল্লার নামে মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে সোস্যাল মিডিয়ায় ISF এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার।তারই প্রতিবাদে এলাকার মহিলা তৃণমূল কর্মী সমর্থকেরা ঝাঁটা হাতে নিয়ে ISF এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নামেন ।