Barrackpur 1, North Twenty Four Parganas | Sep 4, 2025
পলতা শান্তিনগর এলাকার বাসিন্দা ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন ছাত্র দেবপ্রসাদ মালাকার প্রতিবছরই বিভিন্ন মাধ্যম দিয়ে ছোট থেকে ছোট দুর্গা প্রতিমা করে মানুষের নজর কেড়েছেন ,চলতি বছর তিনি আখের রস বের করে সেই ফেলে দেওয়া আখের আঁশ দিয়ে তৈরি করেছেন দুই সেন্টিমিটার উচ্চতার দুর্গা প্রতিমা যা তৈরি করতে সময় লেগেছে ছয় দিন। চলতি বছর বড় দুর্গা প্রতিমার পাশাপাশি ছোট দুর্গা প্রতিমা তৈরি করেছন শিল্পী।