Bhangar 1, South Twenty Four Parganas | Aug 26, 2025
মঙ্গলবার বিকাল ৪টে নাগাদ ভাঙ্গড় ১নং ব্লকের বোদরা অঞ্চলের আরাকপুর থেকে বামুনিয়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার খালপাড়ের কাঁচা রাস্তা জেলার আধিকারিকদের নিয়ে দ্রুত কাজ করার লক্ষ্যে পরিদর্শন করলেন বোদরা গ্ৰাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরী।