মঙ্গলবার দিন যথাযথ মর্যাদার সাথে বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা কমরেড মাউ সে তুং এর ৫০ তম স্মরণ দিবস পালন করা হল যথাযথ মর্যাদার সাথে SUCI কার্যালয়ে। এদিন সেখানে SUCI এর রাজ্য সহ জেলার একাধিক নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে সেই স্মরণ দিবস পালন করা হয়।