মঙ্গলবার দিন বীরভূম জেলা DLSA এর পক্ষ থেকে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল সিউড়ির এক নম্বর ব্লকের অন্তর্গত পানুরিয়া গ্রামের আশ্রম মাঠে। এদিন সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার জেলা জজ, DLSA এর জজ সহ সদাইপুর থানার ওসি ও গ্রামের মহিলারা। তাদের উপস্থিতিতেই এদিন সেই সচেতনতা শিবির করা হয়।