বিজেপির জেলা কমিটির অন্যতম সদস্য স্বপন চৌধুরী র মা গতকাল বার্ধক্য জনিত রোগে মারা যান।মঙ্গলবার রাত্রী সাড়ে ১০ টার সময় কাশীপুর পোস্ট অফিস মোড়ে অবস্থিত স্বপন চৌধুরীর বাড়িতে এসে সববেদনা জানালেন পুরুলিয়ার এম পি জ্যোতির্ময় সিং মাহাত। এইদিন এম পি জ্যোতির্ময় সিং মাহাত বলেন আমরা বিজেপি যারা করি একটা পরিবার,স্বপন বাবুর সাথে আছি এবং সমস্ত রকম সহযোগিতা করা হবে।এইদিন এম পির সাথে ছিলেন জেলা কমিটির অন্যতম সহ সভাপতি রাজেশ চিন্না, কাশীপুর বিধানসভা কনভেনার বিরিঞ্চি মাহাত, ব