*স্বাধীনতা দিবসে কোতুলপুর আনন্দপল্লীর খুঁটিপুজো* *বাঁকুড়া কোতুলপুর*:-কোতুলপুর আনন্দপল্লী জনকল্যাণ সমিতির ৩৬তম বর্ষের খুঁটিপুজো অনুষ্ঠিত হলো স্বাধীনতা দিবসে। জাতীয় পতাকা উত্তোলনের পর ঢাক-বাদ্যের মাঝে সম্পন্ন হয় পুজো। প্রায় ১২ লক্ষ টাকার বাজেটে এ বছরের বিশেষ আকর্ষণ কৃষ্ণনগরের স্বয়ংক্রিয় পুতুলনাচ ও সাবেকি সাজ। পুজোর মূল ভাবনা ‘নারী শক্তির জাগরণ। *বাইট:-(পুজো কমিটির উদ্যোক্তা)*