বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর এই উৎসবের দিনগুলোতে যেকোনো ধরনের পথ দুর্ঘটনা এড়াতে তৎপর রয়েছে কোচবিহার জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। সেই মোতাবেক রবিবার রাতে কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত চকচকা এলাকায় ট্রাঙ্কেন ড্রাইভ অভিযান চালানো হলো সদর ট্রাফিকের পক্ষ থেকে। উপস্থিত সদর ট্রাফিক ওসি সুরেশ দাস সহ অন্যান্য ট্রাফিক আধিকারিকরা।