রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর শতবর্ষ পূর্তি উপলক্ষে বছরভর নানা ধরনের অনুষ্ঠানের শুভারম্ভ হল গোপীবল্লভপুরে।গোপীবল্লভপুরের সাতমা অঞ্চলের বাবুডুমরোতে সংঘের একটি অনুষ্ঠানের মাধ্যমে বছরভর কর্মসূচির সুচনা হয়।এদিন আরএসএস এর প্রতিষ্ঠাতা কে ভি হেডগেওয়ার, গোলওয়ারকার ও ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।তার পর শতবর্ষ আগে কিভাবে সংগঠনের সুচনা হয়েছিল বর্তমানে সংগঠনের বিস্তার কিভাবে হয়েছে আলোচনা হয়।