যাত্রী শেড নির্মাণের জন্য স্থান পরিদর্শন বিধায়কের কুকি মনিপাড়া ও ব্রিখারাম পাড়ায় আজ সকালে, করমছড়া বিধানসভার বিধায়ক শ্রী পল ড্যাংশু কুকি মনিপাড়া এবং ব্রিখারাম পাড়ায় স্থানীয় উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে যান। এই পরিদর্শনের প্রধান উদ্দেশ্য ছিল বিধায়ক উন্নয়ন তহবিল থেকে যাত্রী শেড নির্মাণের জন্য উপযুক্ত জায়গা চিহ্নিত করা।