রবিবার রাত্রে শোভাযাত্রা সহকারে বিসর্জন দেওয়া হল গোপীবল্লভপুরের তিনটি গণেশ পুজো কমিটির প্রতিমা। এদিন কমলাশোল চক সার্বজনীন গণেশ পুজো কমিটি,বাগসাই শিব শক্তি ক্লাবের গণেশ পুজো এবং পিড়াশিমূল গ্রামের গণেশ পুজোর প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে কমলাশোল চক গণেশ পুজো কমিটির প্রতিমা স্থানীয় খালে বিসর্জন দেওয়া হয়।বাগসাই শিব শক্তি ক্লাবের প্রতিমা গোপীবল্লভপুর চেকপোস্ট সংলগ্ন সুবর্ণরেখা নদীর ঘাটে।