ভিন জেলায় টোটো চুরি , ইন্দাসে গ্রেপ্তার দুই ! গতকাল, ইংরেজি ২৮.০৮.২০২৫ তারিখে, রাত্রি প্রায় ১২:৪৫ মিনিট নাগাদ দু’জন ব্যক্তি আরামবাগ দিক থেকে একটি টোটো চুরি করে ইন্দাসের আকুই এলাকায় প্রবেশ করে। সেই সময় ইন্দাস থানার অন্তর্গত আকুই ফাঁড়ির মোবাইল গাড়ি আকুই স্কুল মোড় এলাকায় টহলরত অবস্থায় উক্ত সন্দেহজনক টোটোটি আটক করে। জিজ্ঞাসাবাদের সময় টোটোতে থাকা ব্যক্তিদের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করা যায়। পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, টোটোটি