কমলপুর থানাধিন ২০৮ নং জাতীয় সড়কের শ্রীরামপুর নাকাপয়েন্ট 'র কর্তব্যরত পুলিশ প্রায় কুড়ি লক্ষ টাকার গাঁজা আটক করলো। শ্রীরামপুর নাকা পয়েন্ট থেকে চল্লিশ কিলো শুকনো গাজা সহ চালক ও সহচালককে আটক করে পুলিশ। একটি হুন্ডাই কার থেকে।গাড়ির নম্বর ডি এল ১৩সি সি ০১০৭ আটক করে শ্রীরামপুর নাকা পয়েন্টে গাড়িটি আগরতলার দিক থেকে আসার সময়। আটক দুই ব্যক্তির নাম সুমের সিং যাদব (৩৩) তুলি রাম যাদব (৩২)। তাদের উভয়ের বাড়ি বহিরাজ্যে।