This browser does not support the video element.
শিলচর: ৩১ আগস্ট শিলচর সফরে আসছেন অসমের মূখ্যমন্ত্রী,প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী,বিধায়ক
Silchar, Cachar | Aug 26, 2025
৩১ আগস্ট শিলচর সফরে আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শহীদ মঙ্গল পান্ডের মূর্তির উন্মোচন করবেন মূখ্যমন্ত্রী । মঙ্গলবার বিকাল ৫ টায় জানা গেছে, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রাই, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক দিপায়ন চক্রবর্তী নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তির স্থাপনার প্রস্তুতি খতিয়ে দেখেন।