প্রেমে বাধা পেয়ে গোপনে আত্মহত্যা করল কলেজ পড়ুয়া এক ছাত্রী। ঘটনা অমরপুর বীরগঞ্জ থানাধীন চন্ডীপাড়া জৈনক এক ব্যক্তির ভাড়াটিয়া বাড়িতে। মৃত মেয়ের নাম এলিজাবেথ জমাতিয়া, বাড়ি অম্পিনগর তেথৈবাড়ি এলাকায়। মৃত মেয়ে অমরপুর অদ্বৈত মল্লবর্মণ সরকারি মহাবিদ্যালয় থার্ড সেমিস্টারে পাঠ্যরত ছিল ,, পাহাড়পুরের এক ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। ছেলের সঙ্গে মোবাইল ফোনে কোন একটা বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। মুহূর্তের মধ্যে ঝগড়ার প