ছাওমনু মণ্ডলে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিল এক পরিবারের চার ভোটার আজ বিকেলে ছাওমনু মণ্ডলের নদীরায় রোয়াজাপাড়া এলাকায় এক রাজনৈতিক পালাবদল ঘটেছে। একটি পরিবারের চারজন ভোটার সিপিআইএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে স্বাগত জানান বিজেপি নেতৃত্ব এসমেলজয় ত্রিপুরা, মহত্ব রঞ্জন চাকমা, চন্দ্রজীবন চাকমা এবং যত্নসেন ত্রিপুরা-সহ অন্যান্য কার্যকর্তারা।