বাংলায় কথা বললেই বাংলাদেশী।এ মন্তব্যের জন্য অসমের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ক্ষমা চাইতে হবে।শনিবার বিকাল ৫ টায় শিলচরে এ দাবি করেন জেলা যুবকংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ।দাবি পূরণ না হলে রবিবার শিলচর সফরে অসমের মূখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো হবে।