পুরুলিয়া জেলার কাশীপুরের মনিহারার ব্যানার্জী পরিবারের দুর্গাপুজো আজও এক বিরল ঐতিহ্যের সাক্ষী। এখানে প্রতিমা নয়, পটে আঁকা চিত্রেই দশভূজার আরাধনা হয়ে থাকে। আজ থেকে প্রায় ৫০০ বছর আগে শুরু হওয়া এই পুজো আজ পুরুলিয়া জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও নজরকাড়া ঐতিহ্য হয়ে উঠেছে। ব্যানার্জী পরিবার তাদের পূর্বপুরুষদের প্রদত্ত ঐতিহ্যবাহী পথ অনুসরণ করেই এই প্রাচীন পুজো পালন করে আসছে। পটে আঁকা দশভূজার চিত্রের পাশাপাশি পুজোর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ঘটপুজোও, যা এই পু