ফ্রিল্যানথ্রপি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন এর সহায়তায় পশ্চিম বঙ্গ মহিলা কমিশনের বিশেষ সচেতনতা শিবির কুলতলির ডঃ বি আর আম্বেদকর কলেজ প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়, মহিলা কমিশন চেয়ার পার্সন ও মহিলা কমিশনের অন্যান্য সদস্য, ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য, ও মধুসূদন মিস্ত্রি ADM Dev ভাস্কর পাল কাকুলি ঘোষ কুন্ড প্রমূখ।