নাকাশিপাড়া বেথুয়াডহরি ইলেকট্রিক্যাল গ্রুপেরএবছর প্রথম সার্বজনীন বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে বেথুয়াডহরিইলেকট্রিক সাপ্লাইয়ের সামনে পি ডাব্লিউ ডি জায়গার উপরে তারাই পূজোর আয়োজন করেছেনএ বছর তাদের পূজোর বাজেট ৭০ থেকে ৮০ হাজার টাকা রয়েছে দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানইলেকট্রিক্যাল গ্রুপের সূত্রের মাধ্যমে জানা যায়।