গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া নতুনডিহি বাগেশ্বর ক্লাবের উদ্যোগে আয়োজিত হল গণেশ পুজা। বুধবার সন্ধ্যায় স্থানীয় ডুলুং নদী থেকে ঘট উত্তোলন করে পুজো শুরু হয়।বেলিয়াবেড়া নতুনডিহি বাগেশ্বর ক্লাবের গণেশ পুজা এবছর অষ্টম বর্ষে পদার্পণ করল।মন্ডপ সাজানো হয়েছে লুডো কিং এর থিমে।