শুক্রবার দিন সিউড়ি এক নম্বর ব্লকের তিলপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিলপাড়া শ্মশান। আর সেই শ্মশান পরিদর্শন করতে গিয়ে দেখতে পান বেহাল অবস্থা সিউড়ি পৌরসভার চেয়ারম্যান। তারপরেই অফিসে ফিরে সিউড়ির এক নম্বর ব্লকের BDO কে চিঠির মারফত সাত দিনের মধ্যে সংস্কারের দাবী জানিয়েছে চেয়ারম্যান। সেই বিষয়ে সাংবাদিক বৈঠক করে সমস্তটাই জানালেন চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়।