মুখ্যমন্ত্রীর ঘোষণা মত গত দুই আগস্ট থেকে শুরু হয়েছে গোটা রাজ্যজুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। সেইমতো আজ মুরারই এক নম্বর ব্লকের গোড়শা অঞ্চলের, কলিতোড়া প্রাথমিক বিদ্যালয়ে আজ ২২ শে আগস্ট শুক্রবার সকাল থেকে আয়েজিত হল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির।এদিন সকালে শিবির খুলতেই বিভিন্ন প্রকল্পের সুবিধে নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে আসেন সাধারণ মানুষ জনেরা।শিবিরে উপস্থিত ছিলেন গোড়শা পঞ্চায়েতের প্রধান সুবীর মুখার্জি, অঞ্চল কনভেনার মাফিক শেখ সহ মুরারই