এর আগে একবার ধরা পড়েছিল ধুমাছড়া পুলিশের হাতে। এবার আমবাসায় জণগনের হাতে আটক প্রেমিক যুগল। ঘটনার বিবরণে জানা যায় ধলাই জেলার লংতরাই ভ্যালী মহকুমার মনু এলাকার এক নাবালক এক নাবালিকা একে অপরকে ভালোবেসে পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করে অভিভাবকের অমতে। দুই পরিবারের লোক বিষয়টি মেনে নেয়নি, তারপর এই দুইজন পালিয়ে যায় তিন মাস আগে। তারপর দুই পরিবারের মধ্যে মীমাংসা হয় যে দুইজন প্রাপ্ত বয়স হওয়ার পর সামাজিক ভাবে বিয়ে দেওয়া হবে।