২০২৬ বিধান্সভা নির্বাচনকে সামনে রেখে বুথ মজবুত করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা।মঙ্গলবার রাত্রী সাড়ে আটটার সময় কাশীপুর ব্লকের তালাজুড়ি বুথে অনুষ্ঠিত হয় কর্মীসভা।বুথের বুথ সভাপতি সহ ,শ্রমিক, যুব সহ সমস্ত স্তরের কর্মীদের নিয়ে আয়োজিত হয় কর্মীসভা।উপস্থিত ছিলেন গৌরাঙ্গডি অঞ্চল সভাপতি লালমোহন ভট্টাচার্য গ্রাম পঞ্চায়েত প্রধান জলেশ্বর মুর্মু উপপ্রধান অসেষ ধীবর সহ অন্যান্য নেতৃত্ব।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।