আসন্ন দূর্গা পূজার আগেই নারী শক্তির জল জ্যান্ত উদাহরণ নাকাশিপাড়া পুলিশের দুর্গা বাহিনী। পশ্চিম বাংলার বাইরের সুদূর কেরালাতে গিয়ে শুধুমাত্র মহিলা পুলিশ বাহিনী যে সফলতা অর্জন করেছেন, সেই সফলতাকে কুর্নিশ জানিয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে আজ নাকাশীপাড়া থানায় বক্তব্য রাখলেন কৃষ্ণনগর পুলিশ ডিস্টিকের অ্যাডিশনাল এসপি। কি বললেন তিনি তার মুখ থেকে শুনে নিন।