আজ 29 আগষ্ট ভারতীয় নবজাগরনের অন্যতম শ্রেষ্ঠ সন্তান কবি সাহিত্যিক সুরস্রষ্টা সঙ্গীতাকার নজরুল ইসলামের অর্ধ শত প্রয়ান দিবস গভীর শ্রদ্ধার সাথে পালিত হল খ্রীষ্টান কলেজ মাঠের নজরুল অনুরাগী মা বোন ছাত্র যুব কিশোর শিক্ষক চিকিৎসক প্রাতঃভ্রমন কারী দের পক্ষ থেকে। মাল্যদান করেন। সর্ব জন শ্রদ্ধেয় ডাঃ সজল বিশ্বাস শিক্ষক বিকাশ বাবু,সমীরণ বাবু, দীপক বাবু,সেবাদিত্য বাবু,নজরুল অনুরাগী মা বোন ছাত্র যুব কিশোর প্রমুখ। জেলার পল্লী লেখক আবু আসাদ। নজরুল জীবন ও সৃজনশীল