রাজ্যের অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের জন্মদিন। দিনটি কে সামনে রেখে ৩১ রাধা কিশোর পুর যুব মোর্চার উদ্দ্যেগে রাজষী কলা ক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক রক্ত দান শিবির। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, বিজেপির গোমতী জেলার সভানেত্রী সবিতা নাগ,৩১ রাধা কিশোর পুর মন্ডল সভাপতি সানি সাহা সহ যুব মোর্চার নেতৃত্বরা। মন্ত্রী বলেন, রক্ত দান একটি মহৎ দান।এক বোতল রক্ত একটি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে।