Kultali, South Twenty Four Parganas | Sep 13, 2025
দীল মোহাম্মদ শেখ জয়নগরের যুবক সে কুলতলীর কৈখালী বেড়াতে গিয়েছিলো বাইক নিয়ে। কৈখালী থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জ ভৈরবের মোড়ে বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয় বাইক চালক দীল মোহাম্মদ। পথ চলতি মানুষজন তাকে তড়িঘড়ি নিয়ে আসে জয়নগর কুলতলী গ্রামীন হাসপাতালে। ঘটনাস্থলে কুলতলী থানার পুলিশ। কি ভাবে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে। দীল মোহাম্মদের অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল স্থানান্তর করলো গ্রামীণ হাসপাতালে চিকিৎসক।