আজ ২৫ আগস্ট সোমবার দুপুরের দিকে মুরারই এক নম্বর ব্লকের, রাজগ্রাম বোলপুর পি ডব্লিউ ডি রাস্তার উপর ঘুসকিরা গ্রামের কাছে, সরকারি জায়গার উপর চারটি নির্মাণ ঘর ভেঙে ফেলা হয়। কলকাতা উচ্চ আদালতের নির্দেশে,ও প্রশাসনের উপস্থিতিতে সরকারি জায়গায় উপর ৪টি নির্মাণ বাড়িকে ভেঙে ফেলা হয়। এদিন সোমবার দুপুরের দিকে সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।