Kultali, South Twenty Four Parganas | Aug 28, 2025
কুলতলী দেউলবাড়ী দেবীপুর অঞ্চলের মাধবপুরের এক যুবক,স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি। আর তাতে স্ত্রী বাপের বাড়ি চলে গেলে,। ওই যুবক ফোন করে স্ত্রী কে। তাদের মধ্যে কথাবার্তা বলতে অশান্তি। আর এতে অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই যুবক। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে নিয়ে আসে জয়নগর কলতলী গ্রামীন হাসপাতালে।সে চিকিৎসাধীন।