*আশা কর্মীদের ধর্মঘট, বকেয়া ইনসেন্টিভ-সহ একাধিক দাবিতে র্যালি* *বাঁকুড়া*:-কোতুলপুর ব্লকের ১৮২ জন আশা কর্মী বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গোগড়া গ্রামীণ হাসপাতাল চত্বরে ধর্মঘট ও বিক্ষোভ র্যালি করেন। আন্দোলনকারীদের দাবি, চার মাসের ইনসেন্টিভ, মোবাইল বিল-সহ বিভিন্ন কাজের পারিশ্রমিক বকেয়া রয়েছে। ন্যূনতম মাসিক বেতন ২৬ হাজার টাকা করার দাবিও তোলেন তাঁরা। তাঁরা জানান, কোনো রাজনৈতিক দলের সাথে তাঁদের যোগ নেই। দাবিগুলি না মানা হলে আগামী দিনে বৃহত্তর