BMS গোমতী জেলা কার্যালয়ে মাতারবাড়ী ICDS প্রজেক্টে ও উদয়পুর মিউনিসিপল কাউন্সিলের অন্তর্গত অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকাদের নিয়ে এক আলোচনা সভায় বসা হয়। সমস্যায় উঠে আসে তাঁদের নানাহ সমস্যাগুলো। রূপ রেখা তৈরী করা হয় সমস্যা সমাধানের লক্ষ্যে। গঠন করা হয় দুটু প্রজেক্টের জন্য দুইটি এডহক কমিটি সংগঠনের কাজকে সঠিক দিশায় এগিয়ে নিতে।