কুলতলী বিধানসভার বিধায়ক শ্রী গনেশ চন্দ্র মন্ডল এর নেতৃত্বে জালাবেড়িয়া- ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ শনিবার তৃণমূল কংগ্রেসের যোগদান সভায় ১১৩ নম্বর বুথ একাধিক রাজনৈতিক দলের ১০০ শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে । এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জালাবেরিয়া টু অঞ্চলের অঞ্চল সভাপতি ইয়ামিন মিস্ত্রী , আই এন টি টি ইউ সি আই এর সভাপতি শ্রী শ্যামাপদ নাইয়া , মান্যবর হালদার নাসির লস্কর প্রমুখ।