আগামীকালের সতী পীঠ মাতা ত্রিপল সুন্দরী মন্দিরে আসবেন দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যে রাস্তা ধরে সতীপীঠ মাতা বাড়িতে যাবেন সেই রাস্তায় দেখা যাচ্ছে তথ্যসংস্কৃতি দপ্তর এবং ত্রিপুরা রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে আলপনা আঁকা হচ্ছে এদিন রাজ্যের অঙ্কন শিল্পীরা এই অংকন তৈরি করছে না রাস্তায়।