সূর্যোদয় সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে ডাবরা এবং ঈশ্বরপাড়া গ্রামের মহিলাদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। সচেতনতা শিবিরের বিষয় ছিল বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু পাচার পতিরোধ, pocso আইন , গুড টাচ ব্যাড টাচ ও মাসিক স্বাস্থ্যবিধি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলি বিএসএফ ক্যাম্পের হিউম্যান ট্রাফিকিং এর টিম, আশা ও অঙ্গনারী দিদিরা, ডাবরা ও ঈশ্বর পাড়ার মেম্বার, সেল্ফ হেল্ফ গ্রুপের কর্মীরা , শিক্ষক গোপাল রায় মহাশয় ও অন্যান্যরা।