ঘটনাটি গত ০৩.১০.২০২৫ তারিখে । সুমন কর নামে মানসিপল্লী, বেথুয়াডহরী নাকাশিপাড়ার, বাসিন্দা নাকাশী পাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন । যে গত ০১.১০.২০২৫ তারিখে সকালে মানসিপল্লীর এক যুবক পুরানো বিরোধের জেরে ধরে কাঁঠাল বেড়িয়ার মারধর করে। মারার ফলে, তার গুরুতর রক্তক্ষরণ হয় । তাকে বেথুয়া ডহরি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয। এরপর নাকাশিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন সুমনের পরিবার।