*কোতুলপুরে কৃষক পরিবারের মিলনমেলা* *বাঁকুড়া, কোতুলপুর*:-কোতুলপুরের এক বেসরকারি লজে আমিস্টার স্টপ মিলন মেলা,র আয়োজন করল সিনজেনটা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। প্রায় ১৫০ জন কৃষক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। মেলায় ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, মহিলাদের জন্য বিউটিশিয়ান কর্নার, শিশুদের জন্য খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে পরামর্শ কেন্দ্র। ফুচকা, কফি সহ নানা স্টল এবং এলাহিভাবে ভোজের ব্যবস্থাও ছিল। কৃষকরা