সিউড়ি থানার অন্তর্গত নগরী অঞ্চলের তালডিহি অঙ্গনারী কেন্দ্রে ডিম সেদ্ধ গরম জল না দেখেই ফেলতে গিয়ে এক চার বছরের শিশুর গায়ে গিয়ে পড়ে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই শিশুটি। পরিবারের লোকজন উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে এসেছে চিকিৎসার জন্য। গ্রামবাসীরা ওই অঙ্গনারী কর্মী ও সহায়ক কর্মীকে অঙ্গনারী কেন্দ্রের ভেতর তালা বন্ধ করে আটকে রাখে দীর্ঘক্ষন।