শিলচরে‘লাভ জিহাদ’ এর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো শিলচরের আশ্রম রোড স্থিত তপোধন নগর এলাকায় ।সোমবার দুপুরে জানা গেছে, নকল ভোটার আইডি ও আধার কার্ড বানিয়ে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এক এক হিন্দু নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং বিবাহও সম্পন্ন করে নেয় । যুবকের প্রকৃত নাম মাইনূর ইসলাম।বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।