কুলতলীর মেরিগঞ্জ ২ নম্বর অঞ্চলের শিমুলতুলির এক যুবক ডোঙ্গাজোড়া সুন্দরবন মাকেট নিজের দোকানে ছিলেন। আর সেখানেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এমনই পরিবার সূত্রে জানা যায় ।পরে কুলতলী থানার পুলিশ তার মৃত দেহটি উদ্ধার করে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, এবং নিজেদের হেফাজতের রাখে ।আগামী কাল তার দেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠাবে।