ঘটনাটি ঘটেছে গত মঙ্গল বার আকন্দ ডাঙার এক নাবালিকা স্কুল ছাত্রী পড়তে যাচ্ছিল। সেই সময় কালীগঞ্জের এক যুবক তাকে সেখান থেকে বিয়ের উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায়।এরপর ওই নাবালিকা ছাত্রীর পরিবারের তরফ থেকে নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয় গতকাল বুধবার। এরপর নাকাশীপাড়া পুলিশ তার সন্ধান পায় কালীগঞ্জের দলুইপুর। ওই যুবক পলাতক থাকায় তার বাবা এবং জামাইবাবুকে আজ গ্রেফতার করে নিয়ে আসেন নাকাশীপাড়া থানার পুলিশ। আজ তাদের কৃষ্ণনগর আদালতে পাঠানো হলো।