করবুক প্রতিনিধিঃ করবুক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেলাগাঙ এলাকায় বামপন্থী গণ সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দশম চেলাগাঙ অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার চেলাগাঙ ১৪ কার্ড এলাকায় অনুষ্ঠিত নারী সমিতির অঞ্চল সম্মেলনে সিপিআইএম গোমতী জেলা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ, করবুক মহকুমা কমিটির সম্পাদক মগেন্দ্র রিয়াং সহ অন্যান্য গণআন্দোলনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সম্মেলনের চেলাগাঙ এলাকার প্রতিবাদী মহিলাদের অংশগ্রহণ ছিল বেশ লক্ষনীয়। উল্লেখ্য যে ১৮ বি