প্রসঙ্গ পোল্ট্রি ফার্ম। মহকুমা শাসক এবং রাজ্য পলিযোষণ দপ্তরকে বৃদ্দা আঙ্গুল দেখিয়ে দিব্যি পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী পোল্ট্রি ফার্ম করে গ্রামবাসীদের ঘুম হারাম করে উদর পূর্তি করে চলেছেন এক পোল্ট্রি মোরগ ব্যবসায়ী। সংবাদ সংগ্রহে গিয়ে জানা যায় ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত হরিপুরের ব্লকটিলা নামক গ্রামে প্রায় একশ পরিবারের বসবাস। ওই গ্রামেই বসবাস করেন সুভাষ রায়।