Barrackpur 2, North Twenty Four Parganas | Aug 29, 2025
গত জুলাই মাস থেকে বরানগর পৌরসভার অবসরপ্রাপ্ত পৌর কর্মীদের পেনশনের টাকা বন্ধ হয়ে গিয়েছে। এই অভিযোগে বড়নগর পৌরসভায় বিক্ষোভ দেখালেন পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের বক্তব্য বারংবার তারা পৌর প্রধানের দারস্ত হলেও কোন সদ উত্তর পাননি যে কারণে তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন।